OnePlus Nord CE5

OnePlus Nord CE5 Official : পরবর্তী জাতীয় ফোন হতে যাচ্ছে?

স্মার্টফোন কেনার সময় আমরা সবাই একটা বড় দ্বিধায় পড়ি – বিশেষত মিড-রেঞ্জ সেগমেন্টে যেখানে অপশনের অভাব নেই। OnePlus Nord CE5 এমনই একটি নতুন ডিভাইস যা বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ হয়েছে। নতুন এই অফিসিয়াল ওয়ানপ্লাস ডিভাইসটা নিয়ে দেশের বাজারে প্রচুর হাইপ আর কৌতূহল দেখা যাচ্ছে। কিন্তু আলোচনা আর বাস্তব ব্যবহারে কতটা মিল, সেটাই আসল প্রশ্ন।

এই রিভিউয়ে Nord CE5-এর একটি সম্পূর্ণ ও বাস্তবধর্মী বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। শুধু কাগজে-কলমে স্পেসিফিকেশন নয়, বরং দৈনন্দিন ব্যবহারে কেমন পারফরমেন্স দেয়, কোন জায়গায় এগিয়ে আর কোথায় পিছিয়ে – এই সবকিছুই খোলামেলাভাবে আলোচনা করা হবে। উদ্দেশ্য একটাই – আপনি যেন একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।

OnePlus Nord CE5 স্পেসিফিকেশন

  • স্ক্রীনঃ 6.77″ AMOLED, 120Hz, HDR10+
  • চিপসেটঃ Mediatek Dimensity 8350 Apex
  • র‍্যাম ও স্টোরেজঃ LPDDR5X 8GB র‍্যাম / UFS 3.1 256GB স্টোরেজ ভার্শন
  • ব্যাটারিঃ 7100mAh (বাংলাদেশ রিজিওনে 80W চার্জার ইনবক্সে রয়েছে)
  • ক্যামেরাঃ 50MP প্রধান (Sony সেন্সর), আল্ট্রাওয়াইড (OmniVision), সেলফি Sony সেন্সর
  • ফিচার্সঃ NFC, IR ব্লাস্টার, In-display fingerprint, IP65 রেটিং, Hybrid SIM Slot (microSD 1TB পর্যন্ত এক্সপ্যান্ডেবল)

বিল্ড ও ডিজাইন

OnePlus Nord CE5 Design

OnePlus Nord CE5 সম্পূর্ণভাবে প্লাস্টিক বডি এবং প্লাস্টিক ফ্রেম দিয়ে তৈরি। মার্বেল ফিনিশ ডিজাইন বেশ ভালো লুক দেয়। ফোনটি থিকনেস 8.2mm এবং ওজন আনুমানিক 199 গ্রাম যা হাতে নিলে এটিকে লাইট ওয়েট ফিল দিবে। এর ওয়েট ব্যালেন্স বেশ চমৎকার। ৭১০০ ওয়াটের ব্যাটারি থাকা সত্ত্বেও ওয়ানপ্লাস এর ভর ২০০ গ্রামের নিচে রাখতে পেরে যা প্রশংসনীয়।  

এটি OnePlus-এর অফিসিয়াল ডিভাইস অর্থাৎ বাংলাদেশে এসেম্বল করা হয়েছে। এর সবথেকে দারুন বিষয়টা হচ্ছে মেড ইন বাংলাদেশ কন্ডিশনের সকল অফিশিয়াল প্রোডাক্টে লাইফটাইম গ্রীনলাইন ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। অর্থাৎ ওয়ানপ্লাসের এই ডিভাইসের ডিসপ্লেতে যেকোন গ্রিন লাইন, পিংক লাইন পড়লে লাইফ টাইম ফ্রি রিপেয়ার করাতে পারবেন। 

তবে খেয়াল রাখতে হবে কিছু বিষয়, যেমন- বডি-তে বড় ধরনের ফিজিক্যাল ড্যামেজ বা রিপেয়ার হিস্ট্রি থাকলে ওয়ারন্টি বাতিল হতে পারে।

কিছু বিষয়ে নেগেটিভ নেগেটিভ মার্কিং করা যায়, যেমনঃ অ্যালার্ট স্লাইডার নেই যা ওয়ানপ্লাসের একটি সিগনেচার ফিচার, পেছনে গ্লাস ব্যাক না থাকায় প্রিমিয়াম ফিল কিছুটা কম পাওয়া যায় এবং এর IP রেটিং IP65, যা ডাস্ট এবং হাল্কা পানির ঝাপ্টা থেকে সুরক্ষা দেয় কিন্তু পানির নিচে অথবা বৃষ্টিতে ভেজানো যাবে না। অন্তত IP65 রেটিং দেওয়া প্রয়োজন ছিলো।

ডিসপ্লে

OnePlus Nord CE5 Display

6.77 ইঞ্চি AMOLED প্যানেল, 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট দিয়ে ডিসপ্লে বেশ প্রিমিয়াম অভিজ্ঞতা দেয়। টাচ রেসপন্স খুব স্মুথ, কালারফুল এবং বিশেষত এর ব্রাইটনেস কোম্পানি যা ক্লেইম করছে বাস্তবে এর থেকে বেশি ব্রাইটনেস অফার করছে। এককথায় আউটডোর ভিজিবিলিটি নিয়ে কোন সমস্যাই পরতে হবে না। এছাড়া ডিসপ্লেতে ওয়ানপ্লাস এর Aqua Touch ফিচার এড করা হয়েছে, যাতে ভেজা হাতেও ডিসপ্লে স্মুথলি ব্যহহার করা যাবে। যাদের প্রচুর হাত ঘামে এবং যারা প্রচুর আউটডোর ভিজিট করেন তাদের জন্যে বেশ কার্যকরি ফিচার এটি।

তবে ডিসপ্লে তে কোন ধরনের প্রোটেকশান ব্যবহার করা হয়েছে সেটা জানা যায় নি। সম্ভবত এখানে কিছুটা কস্ট কাটিং করা হয়েছে।  তাই একটা ভালো স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করার পরামর্শ থাকবে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বেশ ফাস্ট এবং একুরেট কাজ করে। যদিও এর পজিশন কিছুটা নিচে মনে হয়েছে। 

অডিও ও হ্যাপটিক্স

  • স্পিকার: Nord CE5 সাউন্ড কোয়ালিটি এই বাজেটের অন্যদের থেকে বেশ পিছিয়ে থাকবে, কারন এখানে single bottom-firing স্পিকার ব্যবহার করা হয়েছে। অথচ এর থেকে কম প্রাইসেও এখন স্টেরিও স্পিকার পাওয়া যায়। যদিও এর ভলিউম বেশ লাউড। 
  • হ্যাপটিক্সঃ এর হ্যাপটিক মোটর আমাদের হতাশ করেছে। OnePlus এখানে তাদের নিজস্ব O-Haptic ব্যবহার না করে রেগুলার ভাইব্রেশান মোটর ব্যহহার করেছে। যার কারনে প্রিমিয়াম হ্যাপটিক্স ফিড ব্যাক পাওয়া যায় না। 

হার্ডওয়্যার ও পারফরম্যান্স

OnePlus Nord CE5 Performance

এই ডিভাইসে MediaTek Dimensity 8350 ব্যবহৃত হয়েছে যা 4nm প্রসেস দিয়ে বানানো। এতে আরো রয়েছে LPDDR5X র‍্যাম এবং UFS 3.1 স্টোরেজ কনফিগারেশন যা এই বাজেটে বেস্ট গেমিং পারফরম্যান্স নিশ্চিত করছে। ওয়ানপ্লাস এই ডিভাইজটি গেমিং লাভারদের টার্গেট করেই তৈরি করেছে। এই বাজেটে এর থেকে বেটার গেমিং কনফিগারেশান অন্য কোন অফিশিয়াল ডিভাইজে পাওয়া যাবে না। 

Nord CE5 এর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট হলো এটা হেভি গেমিং করলেও তেমন গরম হতে দেখা যায় নি। এখনে ব্যবহার করা হয়েছে বড় ভেপার কুলিং চেম্বার যা এই ফোনকে ওভার হিটিং হতে বিরত রাখছে এবং রিয়েল লাইফ ব্যবহারে এটা দারুন কাজ করছে। লম্বা সময় গেমিং করলেও এর হিট সর্বোচ্চ ৩৬/৩৭ ডিগ্রিতে থাকছে।

গেমিং এর বিষয়ে কিছু টেকনিকাল পয়েন্টগুলো জানা জরুরীঃ

  • PUBG Mobile গেইমে সর্বোচ্চ 90fps পর্যন্ত সাপোর্ট করে; যদিও ফোন লঞ্চিং সময় 120fps দাবি করা হয়েছে। কিন্তু ব্যবহারিকভাবে সরাসরি 120fps পাওয়া যায় না। রিয়েল লাইফ ব্যবহারে OnePlus-এর অ্যাপ-লেভেল বা গেমবুস্টারের মাধ্যমে কিছুটা অ্যাডাপটিভ বুস্ট পাওয়া যায়, কিন্তু তা 120 FPS-এর সমতুল্য নয়।
  • Call of Duty গেইমে Nord CE5 বেশ অপটিমাইজড পারফর্ম করেছে। গেমপ্লে 120 FPS-এ বেশ স্মুথ রান করে।   
  • Genshin Impact এর মত গ্রাফিক্স হেভি গেম-এ সর্বোচ্চ 60fps-এ লক থাকে; গেম বুস্টার চালালে গড়ে  80-90fps পর্যন্ত ওঠানামা দেখা যায়।

সফটওয়্যার ও আপডেট পলিসি

OnePlus Nord CE5 Software Update Policy

এই ফোনটি রান করছে OxygenOS 15 এবং Android 15 এ। OxygenOS 15 এর ফিচার্স সম্পর্কে নতুক করে বলার প্রয়োজন নেই। যারাই ব্যবহার করেছে তারাই এর প্রেমে পড়েছে।  সফটওয়্যার এর উল্লেখযোগ্য ফিচারগুলো হলোঃ

  • ভালো মাল্টিটাস্কিং অভিজ্ঞতাঃ Open Canvas টাইপ ফিচার আছে যা বহুকাজকে সহজ করে।
  • একুয়া টাচঃ ভেজা ডিসপ্লেতেও টাচ রেসপন্স বজায় রাখার ফিচার (বাইকার/বৃষ্টির সময় কার্যকর)।
  • OnePlus AI: গ্যালারি ইরেজার, রিফ্লেকশন রিমুভার ও কুকুর-সদৃশ বিভিন্ন এআই ফিচার ইন্টিগ্রেটেড। Gemini ইন্টিগ্রেশন আছে।
  • আপডেট কমিটমেন্টঃ এই ফোনে ওয়ানপ্লাস 4 বছর মেজর Android আপডেট এবং  6 বছর সিকিউরিটি প্যাচ আপডেট দিবে, যা একটা দারুন ব্যাপার। এতে করে ফোনটাকে লম্বা সময় স্মুথলি এবং নিরাপদে ব্যবহহার করা যাবে। 

ব্যাটারি ও চার্জিং

OnePlus Nord CE5 Battery

OnePlus Nord CE5 Official ফোনে 7100mAh এর ম্যাসিভ ব্যাটারি দেয়া হয়েছে। বাস্তব ব্যবহারিক ফলাফল বলছে- সাধারণ ইউজে 9–10 ঘন্টার SOT (Screen On Time) পাওয়া যায়, যা প্রায় ১.৫ দিনের ব্যাকআপ দেয়। টানা গেমিং করলে 6–7 ঘন্টার SOT সম্ভব।

বাংলাদেশের ইউনিটে 80W এর 80W SUPERVOOC চার্জার বক্সে আছে। ফুল চার্জ করতে আনুমানিক ১ ঘন্টা ২০ মিনিট সময় লাগে। ব্যাটারি লাইফ সম্পর্কে বলতে গেলে সন্তোষজনক ও এই বাজেটে সেরা ফোনের তকমা পাবে।

ক্যামেরা পারফর্মেন্স

OnePlus Nord CE5 Camera

আগেই বলেছি এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, তাই এর ক্যামেরা পার্ফরম্যান্স, বেস্ট আশা করা অনুচিত। ক্যামেরাতে মেইন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 50MP  Sony LYT-600 সেন্সর সাথে OIS থাকছে, আল্ট্রাওয়াইডে ব্যবহার করা হয়েছে OmniVision OV08D10 সেন্সর এবং সেলফি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে Sony IMX480 সেন্সর। ক্যামেরা পারফরম্যান্স সম্পর্কে সারমর্ম:

  • ডে-টাইম ছবি: মোটামুটি সুন্দর, যথেষ্ট ডিটেইল এবং অনেক সময় কিছুটা ব্রাইট/পপ কালারিং লক্ষ্য করা যায়।
  • পোর্ট্রেট: 1x–2x-এ ভালো; ডিটেইল ও ব্যাকগ্রাউন্ড বোকে যথেষ্ট গ্রহণযোগ্য।
  • ডিজিটাল 2x জুম: কিছুটা ওয়ার্ম লাগে এবং ডিটেইল কমে যায়।
  • লো-লাইট: এর নাইট শটগুলো খুব সন্তোষজনক নয়; নাইট মোড থাকলে কিছুটা উন্নতি পাওয়া যায়, কিন্তু নাইট ফটোগ্রাফির জন্যে এটা টপ-লেভেল ক্যামেরা নয়।
  • ভিডিও: প্রাইমারি ক্যামেরা থেকে 4K রেকর্ডিং সাপোর্ট আছে (এডজাস্টেবল 30/60fps অপশন), আউটপুটে স্টার্টিং সমস্যা দেখা যায়নি। আল্ট্রাওয়াইড লেন্স থেকে 4K রেকর্ডিং সীমিত বা নেই।
  • ফ্রন্ট ক্যামেরা: ভালো সেলফি, 60fps পর্যন্ত সাপোর্ট—তবে 4K ফ্রন্ট ভিডিওর অনুপস্থিতি কিছু ইউজারের কাছে নেতিবাচক হবে।

সামগ্রিকভাবে এর ক্যামেরা পারফরমেন্স অফিশিয়াল ফোন বিবেচনায় পাস মার্ক পায়, যা দৈনন্দিন ব্যবহার ও শেয়ারিংয়ের জন্য ঠিক আছে। কিন্তু আপনি যদি ক্যামেরা হোলিক বা নাইট ফটোগ্রাফি প্রেমী হয়ে থাকেন তাহলে OnePlus Nord CE5 আপনার জন্যে সেরা চয়েস নয়।

ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়

  • Bluetooth 5.4 সাপোর্ট, NFC উপস্থিত—এগুলো বর্তমান যুগে প্রয়োজনীয় ফিচার।
  • IR ব্লাস্টার আছে—রিমোট কনট্রোল অপশন হিসেবে সুবিধাজনক।
  • 3.5mm জ্যাক নেই; টাইপ-সি অ্যাডাপ্টার বা টাইপ-সি ইয়ারফোন ব্যবহার করতে হবে।
  • SIM ট্রে হাইব্রিড—এক সিম + মাইক্রোSD দিয়ে 1TB পর্যন্ত এক্সপ্যান্ড সম্ভব।
  • Google Dialer-এ কল রেকর্ডিং করলে এনাউন্স করে, যেটা ইন্ডিয়ান ভার্শনে করে না অর্থাৎ কল রেকর্ডিং চালু হচ্ছে এমন এনাউন্সমেন্ট করে না।
  • কিছু ইউজার প্রথমে ফোনকে “বাঁকা” মনে করলেও এটি বাস্তবে বেন্ড নয়—ডিসপ্লে পাশে একটু উঁচু রাখা হয়েছে প্রটেকশনের জন্যে যা ইলিউশন তৈরি করতে পারে।

কেনা উচিৎ—কার জন্য?

OnePlus Nord CE5 খুব ক্লিয়ার পারফরম্যান্স-ফোকাসড ডিভাইস। নিচে যে গ্রুপগুলো বিশেষভাবে লাভবান হবে:

  • বাজেটে বেস্ট পারফরম্যান্স যদি চানঃ স্মুদ ইউআই, ল্যাগ-ফ্রি মাল্টিটাস্কিং এবং টপ-লেভেল গেমিং পারফরম্যান্স চান—তাদের জন্য।
  • হেভি গেমিং কিংবা মাল্টিটাস্কিং করা প্রয়োজন হলেঃ দীর্ঘ সেশনেও তাপ নিয়ন্ত্রণ ভালো, ভেপার কুলিং আছে, ব্যাটারি ব্যাকআপ ও দ্রুত চার্জিং সুবিধা রয়েছে—টপ-থ্রি অপশনে রাখা যায়।
  • যদি লাইফ টাইম ডিসপ্লে গ্রিন লাইন ওয়ারেন্টি সাথে অফিসিয়াল সার্ভিস-ওয়ারেন্টি চানঃ লাইফটাইম গ্রীনলাইন ও অফিশিয়াল সাপোর্ট পাওয়া গুরুত্বপূর্ণ হলে।

এটা আপনার জন্যে সেরা নাও হতে পারে যদি

  • যদি ফটোগ্রাফি করা মূল উদ্দেশ্য হয়ে থাকে তবে অন্য ক্যামেরা-সেন্ট্রিক মডেল নেয়া ভালো।
  • অডিওর জন্য স্টেরিও স্পিকার পছন্দ করে থাকেন, তাদের জন্য এই ফোন উপযুক্ত নয়। 

OnePlus Nord CE5 Official সব থেকে সেরা দামে কিভাবে নিবেন?

  • বাংলাদেশের টপ টেক রিটেইল চেইন Sumash TechOnePlus Nord CE5 Official পাচ্ছে সবথেকে সেরা মূল্যে সাথে অফিসিয়াল ওয়াররেন্টি এবং গিফট তো থাকছেই।
  • এছাড়া আপনার কাছে যদি OnePlus-এ পুরনো ডিভাইস থেকে থাকে যেটায় গ্রিন-লাইন ইসু আছে, তাহলে সেটা সার্ভিস সেন্টারে ইনস্পেকশন করালে 1,000–5,000 BDT পর্যন্ত ভাউচার পাওয়া যেতে পারে। যা দিয়ে নতুন Nord CE5 কেনায় ডিসকাউন্ট হিসেবে কাজে লাগানো সম্ভব।

OnePlus Nord CE5 হলো একটি পারফরম্যান্স-অরিয়েন্টেড অফিসিয়াল ডিভাইস। 35-36 হাজার টাকার প্রাইসে যদি লক্ষ্য হয় স্মুদ পারফরম্যান্স, ভালো ব্যাটারি, দ্রুত চার্জিং ও দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট—তাহলে এটি একটি সেরা ডিভাইস। তবে যারা স্টেরিও অডিও বা কনিষ্ঠ ক্যামেরা পারফরম্যান্স চায়, তাদের জন্য অন্য অপশন বিবেচনা করা যুক্তিযুক্ত। অফিসিয়াল সার্ভিস ও লাইফটাইম ওয়্যারন্টি প্যাকেজসহ এটি বাংলাদেশি বাজারে একটি শক্তিশালী প্রতিযোগী এবং পারফরম্যান্স-প্রিয় ব্যবহারকারীর কাছে একেবারে গ্রহণযোগ্য পছন্দ। তাই আর দেরি কেনো আজই চলে আসুন আপনার নিকটস্থ Sumash Tech এর আউটলেট এ অথবা অর্ডার করুন অনলাইনে। 

Post Comment

Your email address will not be published. Required fields are marked *